প্রশ্নের উত্তর সহজে মনে রাখতে প্রয়োজনীয় টিপস
★কিছু ধারার সূত্র★ আইন ও বিধির বিভিন্ন প্রশ্নের আলোকে যেগুলো ধারা ও বিধি বিধান বেশি গুরুত্বপুর্ন তা সংক্ষেপে উল্লেখ করা হলোঃ *ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হতে হবে- ফৌঃকাঃ ১৫৬,১৫৭ পিআরবি ১৪৫ বিধি। *ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে -পিআরবি ২৫২ *ডিউটি অফিসার হিসেবে-পিআরবি ২০৬ *ঘটনাস্থলে বস্তুগত সাক্ষ্য বা ক্রাইমসিন সংগ্রহ করা – পিআরবি ৬৩৫,৬৩৮ *আসামি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে- পিআরবি ৩২১, ডিএমপি অধ্যাদেশ ১৬ *খসরা মানচিত্র তৈরী – পিআরবি ২৭৩ *ময়না তদন্তে – পিআরবি ৩০৪,৩০৫ *লাশ সৎকারে বুঝিয়ে দিতে- পিআরবি ৩১১ * আলামত বা বস্তু বিশেষজ্ঞের কাছে প্রেরণ- সাক্ষ্য আইন ৭,৯,২৭,৪৫ পিআরবি ২৯৭ *সংবাদপত্র, মিডিয়ায় বিজ্ঞাপন -পুলিশ আইন ২৩, পিআরবি ১১৮ *ঘটনাস্থলে উপস্থিত জনতার ভিডিও ধারণ- দ্রুত বিচার ট্রাইবুনাল- ১৪ ধারা * ঘটনা সম্পর্কে অবগত আছে তাদের মৌখিক জবানবন্দি – ফৌঃকাঃ ১৬১ পিআরবি ২৬৫ * মৃত ব্যাক্তির আঙ্গুলের ছাপ ও পূর্ণাঙ্গ ছবি তুলে রাখতে হবে,- পিআরবি ৩১৩,৪৯৪ *কোন ঘটনার সংবাদ উধ্বতন কর্তৃপক্ষ জানাতে- পুলিশ আইন ২৩, ফৌঃকাঃ ১৫০, পিআরবি ১২০ * থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...