Posts

প্রশ্নের উত্তর সহজে মনে রাখতে প্রয়োজনীয় টিপস

★কিছু ধারার সূত্র★ আইন ও বিধির বিভিন্ন প্রশ্নের আলোকে যেগুলো ধারা ও বিধি বিধান বেশি গুরুত্বপুর্ন তা সংক্ষেপে উল্লেখ করা হলোঃ *ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হতে হবে- ফৌঃকাঃ ১৫৬,১৫৭ পিআরবি ১৪৫ বিধি। *ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে -পিআরবি ২৫২ *ডিউটি অফিসার হিসেবে-পিআরবি ২০৬ *ঘটনাস্থলে বস্তুগত সাক্ষ্য বা ক্রাইমসিন সংগ্রহ করা – পিআরবি ৬৩৫,৬৩৮ *আসামি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে- পিআরবি ৩২১, ডিএমপি অধ্যাদেশ ১৬ *খসরা মানচিত্র তৈরী – পিআরবি ২৭৩ *ময়না তদন্তে – পিআরবি ৩০৪,৩০৫ *লাশ সৎকারে বুঝিয়ে দিতে- পিআরবি ৩১১ * আলামত বা বস্তু বিশেষজ্ঞের কাছে প্রেরণ- সাক্ষ্য আইন ৭,৯,২৭,৪৫  পিআরবি ২৯৭ *সংবাদপত্র, মিডিয়ায় বিজ্ঞাপন -পুলিশ আইন ২৩, পিআরবি ১১৮ *ঘটনাস্থলে উপস্থিত জনতার ভিডিও ধারণ- দ্রুত বিচার ট্রাইবুনাল- ১৪ ধারা * ঘটনা সম্পর্কে অবগত আছে তাদের মৌখিক জবানবন্দি – ফৌঃকাঃ ১৬১ পিআরবি ২৬৫ * মৃত ব্যাক্তির আঙ্গুলের ছাপ ও পূর্ণাঙ্গ ছবি তুলে রাখতে হবে,- পিআরবি ৩১৩,৪৯৪ *কোন ঘটনার সংবাদ উধ্বতন কর্তৃপক্ষ জানাতে- পুলিশ আইন ২৩, ফৌঃকাঃ ১৫০, পিআরবি ১২০ * থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

পার্থক্য>> কং/নায়েক হতে এ এস আই (নিঃ) পদে পদোন্নতি পরীক্ষার গুরুত্বপূর্ণ পার্থক্য

পার্থক্য সমূহঃ ১//  স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য>> স্বীকৃতি  ১. স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বিবৃতি যা বিচার্য বিষয়ের সূচনা করে থাকে। ২. স্বীকৃতি সম্পর্কে সাক্ষ্য আইনের ১৭ থেকে ২৩ ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। ৩.মামলার বাদী,বিবাদী এবং মামলার সাথে জড়িত যে কোনো ব্যক্তি স্বীকৃতি দিতে পারে। ৪. পুলিশের নিকট স্বীকৃতি দিলে আদালতে গ্রহণযোগ্য হতে পারে। ৫. আদালতে স্বীকৃতির সাক্ষ্যগত মূল্যের গ্রহণযোগ্যতা কম। স্বীকারোক্তি ১.কোন আসামি যখন ম্যাজিস্ট্রেট এর নিকট কোন রকমের ভয়ভীতি,প্রলোভন,প্রতিশ্রুতি ছাড়াই স্ব ইচ্ছায় নিজের দোষ স্বীকার করে তাকেই স্বীকারোক্তি বলে। ২. স্বীকারোক্তি সম্পর্কে সাক্ষ্য আইনের ২৪ হতে ৩০ ধারায় আলোচনা করা হয়েছে। ৩. অপরাধে সঙ্গে অভিযুক্ত ব্যক্তিই নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিতে পারে। ৪. পুলিশের নিকট স্বীকারোক্তি দিলে তা আদালতে গ্রহণযোগ্য হবেনা। ৫. আদালতে স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্যর গ্রহণযোগ্যতা বেশি। ২// দুশ্চরিত্র রোল এ/ এ রোল এবং দুশ্চরিত্র রোল বি/ বি রোল এর পার্থক্যঃ এ- রোল ১. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি দেখে...

৬১ টি টিকা>> কং/ নায়েক হতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পরীক্ষার গুরুত্বপূর্ণ টিকা

  টিকা ১// জঙ্গিবাদ বা সন্ত্রাসীবাদ   দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করা, সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্তকে বিপন্নের পথে ঠেলে দেওয়া,জনসাধারন  মাঝে আতঙ্ক সৃষ্টি করা, হত্যা করা,আগ্নেয়াস্ত্রেরর ব্যবহার,ত্রাস সৃষ্টি করা,অগ্নিকান্ড ঘটানো, এবং বিস্ফোরক দ্রব্য সঙ্গে নিয়ে বহন করাকেই জঙ্গিবাদ বা সন্ত্রাসীবাদ বলে। সন্ত্রাস বিরোধি দমন আইন> ২০০৯ এর ৬ (ক,খ,গ) ধারা। শাস্তি ৬ ( ঙ) ধারা > মৃত্যুদন্ড,২০ বছরের কারাদন্ড অথবা সর্বনিম্ন  ৩ বছর।।। ২// CDMS কি?    CDMS এর অর্থ হলো> Crime data management system  এটাতে অপরাধীর সকল অপরাধের তথ্য সংরক্ষণ করা হয়।এর মূল সার্ভার হচ্ছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাসে।  দেশের যেকোন অপরাধের, সাজাপ্রাপ্ত আসামির,পলাতক আসামীর,পেশাগত অপরাধী এবং  অপরাধের সহায়তাকারীদের সকল তথ্য রেকর্ড করা যায় সিডিএম এস এ।  এই পদ্ধতিতে অপরাধীর সকল তথ্যই সহজে পাওয়া যায়।  এবং সহজেই অপরাধীকে সনাক্ত করা যায়। দেশের প্রতিটি থানার রেকর্ডকৃত মামলার সকল তথ্য এই সার্ভারে পাঠানো হয়।  যে কোন মামলার তদন্তের প্রয়োজনে CDMS থেকে সকল তথ্...

সংক্ষিপ্ত/রচনামূলক>> কং/নায়েক হতে এ এস আই(নিঃ) পদে পদোন্নতি পরিক্ষার প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ প্রশ্ন/উত্তর

Image
 ১// গ্রেফতার কাকে বলে? কখন কি পরিস্থিতিতে পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? ২// সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য কত প্রকার ও কি কি? একজন বোবালোক,অতিবৃদ্ধ বা অল্প বয়স্ক বালক কি আদালতে সাক্ষ্য দিতে পারে আলোচনা করো? ৩//  এ এস আই হিসেবে নৈশকালে পুলিশ টহল দলের দলনেতার দায়িত্ব পালন করছেন,হঠাৎ ডাকাতির সংবাদ পেলে এ সময় আপনি কি কি পদক্ষেপ নিবেন? ৪// রাত্রিকালে ডিউটিরত অবস্থায় আপনি হঠাৎ সংবাদ পেলন কাহারো বাড়িতে অবৈধ অস্ত্র আছে, এই রকম সংবাদ পেলে আপনার করণীয় কি আলোচনা করুন? ৫// থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা/ OC/ অফিসার ইনচার্জ কাকে বলা হয়? একজন এস আই, এ এস আই বা কনষ্টবল কি থানার অফিসার ইনচার্জ হতে পারেন? থানা হাজতে আসামীর মৃত্যু বা আত্মহত্যা করলে ডিউটি অফিসার হিসেবে তোমার করণীয় কি??? ৬// আত্মরক্ষার ব্যক্তিগত  অধিকার বলতে কি বুঝায়? কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত  অধিকার প্রয়োগ করা যায়? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এ  কারো মৃত্যু ঘটানো যায় কি?? এ এস আই নিঃ (পুস্তক সহ)২০১৭ ৭// এজাহার বা FIR কাকে বলে? এজাহারের মূল শর্ত বা বৈশিষ্ট কি কি ...