প্রশ্নের উত্তর সহজে মনে রাখতে প্রয়োজনীয় টিপস

★কিছু ধারার সূত্র★
আইন ও বিধির বিভিন্ন প্রশ্নের আলোকে যেগুলো ধারা ও বিধি বিধান বেশি গুরুত্বপুর্ন তা সংক্ষেপে উল্লেখ করা হলোঃ

*ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হতে হবে- ফৌঃকাঃ ১৫৬,১৫৭ পিআরবি ১৪৫ বিধি।

*ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে -পিআরবি ২৫২

*ডিউটি অফিসার হিসেবে-পিআরবি ২০৬

*ঘটনাস্থলে বস্তুগত সাক্ষ্য বা ক্রাইমসিন সংগ্রহ করা – পিআরবি ৬৩৫,৬৩৮

*আসামি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে- পিআরবি ৩২১, ডিএমপি অধ্যাদেশ ১৬

*খসরা মানচিত্র তৈরী – পিআরবি ২৭৩

*ময়না তদন্তে – পিআরবি ৩০৪,৩০৫

*লাশ সৎকারে বুঝিয়ে দিতে- পিআরবি ৩১১

* আলামত বা বস্তু বিশেষজ্ঞের কাছে প্রেরণ- সাক্ষ্য আইন ৭,৯,২৭,৪৫  পিআরবি ২৯৭

*সংবাদপত্র, মিডিয়ায় বিজ্ঞাপন -পুলিশ আইন ২৩, পিআরবি ১১৮

*ঘটনাস্থলে উপস্থিত জনতার ভিডিও ধারণ- দ্রুত বিচার ট্রাইবুনাল- ১৪ ধারা

* ঘটনা সম্পর্কে অবগত আছে তাদের মৌখিক জবানবন্দি – ফৌঃকাঃ ১৬১ পিআরবি ২৬৫

* মৃত ব্যাক্তির আঙ্গুলের ছাপ ও পূর্ণাঙ্গ ছবি তুলে রাখতে হবে,- পিআরবি ৩১৩,৪৯৪

*কোন ঘটনার সংবাদ উধ্বতন কর্তৃপক্ষ জানাতে- পুলিশ আইন ২৩, ফৌঃকাঃ ১৫০, পিআরবি ১২০

* থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অবগত করা- ফৌঃকাঃ ১৬৮ 

* হাজত খানায় সেন্টি নিয়োগে- পিআরবি ৩২৯

*আসামি কে খাদ্য পানির ব্যবস্থা করতে- পিআরবি ৩৩৩,৪৮৭

* জব্দ তালিকা -ফৌঃকাঃ -১০৩(২) পিআরবি ২৮০

* প্রত্যক্ষ সাক্ষীদের জিজ্ঞাসা – ফৌঃকাঃ ১৬১,পিআরবি-২৬৫

*তল্লাশী -ফৌঃকাঃ ১০২,১০৩,১৬৫,১৬৬ পিআরবি ২৮০

*জেনারেল ডায়েরি – পুলিশ আইন ৪৪, ফৌঃকাঃ১৫৪,১৫৫,  পিআরবি ৩৭৭

* এজাহার – ১৫৪, পিআরবি ২৪৩

* গ্রেফতার – ফৌঃকাঃ ৪৬ পিআরবি ৩১৮

* মহিলা শিশু, অসুস্থ, বৃদ্ধকে হাতকড়া পরানো যাবেনা- পিআরবি ৩৩০

*সমন- ফৌঃকাঃ ৬৮, পিআরবি ৪৭১
* গ্রেফতারি পরোয়ানা – ফৌঃকাঃ ৭৫,২০৪ পিআরবি ৪৬৮
*হুলিয়া – ফৌঃকাঃ ৮৭,  পিআরবি ৪৭২
* ক্রোক- ফৌঃকাঃ ৮৮ পিআরবি ৪৭৪
*তল্লাশি পরোয়ানা – ফৌঃকাঃ ৯৬ পিআরবি ২৮০
* ক্রোকি পরোয়ানা – ফৌঃকাঃ ৮৮ পিআরবি ৪৭৪
*রেল,বাস,স্টিমারে পরোয়ানা – ফৌঃকাঃ ৯৪

*গৃহ তল্লাশি – ফৌঃকাঃ ৯৬,৯৮,৯৯ ক,১০০,১০২,১০৩,১৬৫,১৬৬,  অস্ত্রআইন ২৫, মাদক আইন ৪০, পিআরবি ২৮০ অনুসরণ করতে হবে।

*পোশাক পরিহিত থাকতে হবে- পিআরবি ৯৫১

* গ্রেফতার কৃত ব্যক্তির জামিন ব্যবস্থা থাকলে জামিন দিতে হবে- ফৌঃকাঃ ৪৯৬,৪৯৭ পিআরবি ৩১৭

*যুক্তিসঙ্গত সন্দেহ ছাড়া হয়রানিমূলক তল্লাশি করা যাবেনা- ডিএমপি অধ্যাদেশ ৫১,৫১ মাদক আইন ২৪
অবৈধ তল্লাশি করে হয়রানি করলে শাস্তি – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২৪, পুলিশ আইন ৭,২৯, পিআরবি ৮৫৭,৮৭৪,৮৮০, ডিএমপি ১২

*সাক্ষীদের উপস্থিতি রেখে - ফৌঃকাঃ ১০৩(১)

*তদন্ত-  ফৌঃকাঃ ৪ (১) (ঠ), ১৫৬,১৫৭ পিআরবি ২৫৮

* রিমান্ডে নিতে, -ফৌঃকাঃ ১৬৭, পিআরবি ৩২৪

* চার্জশিট – ফৌঃকাঃ ১৭৩ পিআরবি ২৭২,২৭৫

* হৈ চৈ বিজ্ঞাপন – পিআরবি ২৫০

*খতিয়ান বইতে নোট- পিআরবি ৩৮০

*অপরাধ ম্যাপ- পিআরবি ৩৯০

*CDMS & VCNB – পিআরবি ২৫৬,৩৯১

* সোর্স নিয়োগ করতে হবে – সাক্ষ্য আইন ১২৫ ধারা, পিআরবি ২৯৩,৩৪১

* ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বীকারোক্তি – ফৌঃকাঃ ১৬৪, সাক্ষ্য আইন ২৪, পিআরবি ৪৬৭

* পূর্নাঙ্গ কেস ডাইরী তৈরী – ফৌঃকাঃ ১৭২, পিআরবি ২৬৩,২৬৪

* আমলযোগ্য অপরাধ –  ফৌঃকাঃ ৪(১) চ 

* আমল অযোগ্য অপরাধ, - ফৌঃকাঃ  ৪(১)ঢ,  পিআরবি, ২৫৪

*আসামি সনাক্তকরণ টিআই প্যারেড- পিআরবি ২৮২

*গ্রেফতারকৃত আসামিদের যথাসময়ে কোর্টে চালান- ফৌঃকাঃ ৬০,৬১,৮১, 

* সাক্ষ্য – সাক্ষ্য আইন ৩ ধারা

স্বীকারোক্তি- সাক্ষ্য আইন ২৪থেকে ৩০ ধারা,ফৌঃকাঃ ১৬৩,১৬৪ ধারা, পিআরবি ৩৬৪
স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক- সাঃ আঃ ২৪-৩০, ফৌঃকাঃ ১৬৩,১৬৪ পিআরবি ৪৬৭

*চুরি- দঃ বিঃ ৩৭৮, শাস্তি দঃ বিঃ ৩৭৯

* দস্যুতা- দঃ বিঃ ৩৯০ শাস্তি দঃ বিঃ ৩৯২

* ডাকাতি – দঃ বিঃ ৩৯১ শাস্তি দঃ বিঃ ৩৯৫

* বর্ধিত সাজা- দঃ বিঃ ২৩০-২৬০, ও ৩৭৮-৪৬২ অপরাধে সাজা পাবার পরও অপরাধ করলে যাবজ্জীবন বা দশ বছর সশ্রম / বিনাশ্রম।  দঃ বিঃ ৭৫, ফৌঃকাঃ ২২১(৭), পিআরবি ৪৫০,৪৫৮

* বেআইনি সমাবেশ – দঃ বিঃ ১৪১ শাস্তি দঃ বিঃ ১৪৪
 বেআইনি সমাবেশে পুলিশ ছত্রভঙ্গের আদেশ দিতে পারেন- পুলিশ আইন ৩০ক(১), ফৌঃকা ১২৭, পিআরবি ১৪২
বেআইনি সমাবেশে পুলিশ বল প্রয়োগ করতে পারেন- পুলিশ আইন ৩০ক(২), ফৌঃকাঃ ১২৮, পিআরবি ১৪৩

*আহত ব্যাক্তি হাসপাতালে প্রেরণ করতে হবে- পিআরবি ৩১২,৩২১ বিধি

* পুলিশ অফিসার ফোর্সদের ব্রিফিং দেবেন- পিআরবি ১৫২

* বিশেষ পুলিশ ব্যবস্থা চালু করতে হবে- পুলিশ আইন ১৭, পিআরবি ৬৭৪,৪৭৫,৪৭৬

*অতিরিক্ত পুলিশ মোতায়েন- পুলিশ আইস ১৩ পিআরবি ৬৬৭

* মুচলেকায় আবদ্ধ করতে – ফৌঃকাঃ ১০৭,১০৯ পিআরবি ২৮৭,২৮৯
শান্তিরক্ষায় সদাচরণে মুচলেকায়- ফৌঃকাঃ ১০৬,১০৭,১০৮,১০৯,১১০ পিআরবি ৪৪৯,২৮৭,২৮৮,২৮৯,২৯০

* মোবাইল, পেট্রোল, টহল জোরদার করতে- পিআরবি ১৪৫,৩৫৬

*বেওয়ারিশ সম্পত্তি – ফৌঃকাঃ ৫২৩, পুলিশআইন ২৫, ডিএমপি ২২, পিআরবি ৩৭৯,২৫১
* সন্ধিগ্ধ সম্পত্তি – পুলিশ আইন ২৫, ডিএমপি ৮৮, পিআরবি ৩৭৯,৫২৩,৫৫০ 

*এ রোল- পিআরবি ৩৪৩
 *বি রোল পিআরবি ৩৪৪

*কমিউনিটি পুলিশি ব্যবস্থা – পুলিশ আইন ১৭ ধারা, পিআরবি ৬৭৪

* এজাহার- ফৌঃকাঃ ১৫৪, পিআরবি ২৪৪

*রাজসাক্ষী – ফৌঃকাঃ ৩৩৭,৩৩৮,৩৩৯ সাক্ষ্যআইন ১৩৩, পিআরবি ৪৫৯,৪৮৬

* চার্জশিট – ফৌঃকাঃ ১৭৩, পিআরবি ২৭২

* ফাইনাল রিপোর্ট- ফৌঃকাঃ ১৭৩ পিআরবি ২৭৫

* সুরতহাল রিপোর্ট – পুলিশ অফিসার কতৃক >ফৌঃকাঃ ১৭৪,১৭৫ পিআরবি ২৯৯,৩০০ ক,খ
ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরতহাল- ফৌঃ কাঃ ১৭৬(১) পিআরবব ৩০২ (খ)

*জনসাধারণ পুলিশ কে সাহায্যে করতে পারে- ফৌঃকাঃ ৪২(১,২), ১০৩(১),১৬০,১৭৫ ধারা
সাহায্যে না করলে আইনানুগ ব্যবস্থা- দন্ডবিধি আইন ১৭৪,১৮৭

Comments

Popular posts from this blog

এমসিকিউ(MCQ) মডেল টেস্ট ★ফৌজদারী কার্যবিধি★

এমসিকিউ (Mcq) ★★★ সাক্ষ্য আইন ★★★

কনষ্টবল/নায়েক হতে এএসআই পদোন্নতি পরীক্ষার সাজেশন মূলক প্রস্তুতি -২০১৯