Posts

এমসিকিউ (Mcq) ★★★ সাক্ষ্য আইন ★★★

১. সাক্ষ্য আইন কত সালে কার্যকর হয়?  ক.১৮৬১ খ.১৮৯৮ গ.১৮৪৩ ঘ.১৮৭২ উত্তরঃ ঘ ২.সাক্ষ্য আইন কত তারিখে কার্যকর হয়?  ক. ১ লা অক্টোবর ১৮৭২ খ. ১ লা জুলাই  ১৮৯৮ গ.১ সেপ্টেম্বর ১৮৭১ ঘ.১ লা সেপ্টেম্বর ১৮৭২ উত্তরঃ ঘ ৩. সাক্ষ্য আইনের প্রবর্তক কে?  ক.লর্ড ম্যাকুলে খ.জন ক্যামেরুন গ. স্যার জেমস স্টিফেন ঘ. জেমস বন্ড উত্তরঃ গ ৪. সাক্ষ্য কত প্রকার? ক. ০৪ প্রকার খ. ০৩ প্রকার গ. ০৫ প্রকার ঘ. ০২ প্রকার উত্তরঃ ঘ ০২ প্রকার        ৫.দালিলিক সাক্ষ্য কত প্রকার? ক. ০৪ প্রকার খ. ০৩ প্রকার গ. ০৫ প্রকার ঘ. ০২ প্রকার উত্তরঃ ঘ ০২ প্রকার        ৬. মৌখিক সাক্ষ্য, সাক্ষ্য আইনের  কত ধারা?  ক. সাক্ষ্য আইন ৬০ ধারা খ. সাক্ষ্য আইন ৬১ ধারা  গ. সাক্ষ্য আইন ৬২ ধারা ঘ. সাক্ষ্য আইন ৬৩ ধারা উত্তরঃ ক ৭. দালিলিক সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক কত ধারায়?     ক. সাক্ষ্য আইন ৬০ ধারা খ. সাক্ষ্য আইন ৬১ ধারা  গ. সাক্ষ্য আইন ৬২ ধারা ঘ. সাক্ষ্য আইন ৬৩ ধারা উত্তরঃ খ ৮. প্রাথমিক সাক্ষ্যর কথা বলা আছে কোন ধারায়?    ক. সাক্ষ্য আইন ৬০ ধারা খ. সাক্ষ্য আ...

এমসিকিউ(Mcq) ★দন্ডবিধি আইন★

১.দন্ডবিধি কত সালে প্রণীত হয়? ক. ১৮৬১ খ.১৮৯৮ গ.১৮৭২ ঘ.১৮৬০ উত্তরঃ ঘ ২. দন্ডবিধি কত নং আইন?  ক.৫ নং খ.০৭নং গ.৪৫ নং ঘ. ৪৬ নং উত্তরঃ গ ৩.কত তারিখে দন্ডবিধি প্রণয়ন হয়? ক. ৮ই অক্টোবর ১৮৬০ খ.৬ জুলাই ১৮৬০ গ. ৬ অক্টোবর ১৮৬০ ঘ. ৬ অক্টোবর ১৮৬১ উত্তরঃ গ ৪. প্রথম ল কমিশন কত সালে গঠিত হয়?  ক. ১৮৬১ খ.১৮৯৮ গ.১৮৩৪ ঘ.১৮৬০ উত্তরঃ গ ৫.কত সালে ল খসড়া বিল বিধানসভায় উপস্থাপন করা হয়?  ক. ১৮৬১ খ.১৮৫৬ গ.১৮৭২ ঘ.১৮৬০ উত্তরঃ গ ৭. ১৮৩৪ সালে ল কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ক. লর্ড ক্লাইড খ. রবার্ট মিলার গ.লর্ড ম্যাকুলে ঘ. মাইকেল উত্তরঃ গ ৮.কত সালে দন্ডবিধ আইন স্থায়ী ভাবে বাংলাদেশে চালু হয়?    ক. ১৮৬১ খ.১৮৯৮ গ.১৮৭২ ঘ.১৮৬০ উত্তরঃ গ ৯.কত তারিখে  দন্ডবিধ আইন স্থায়ী ভাবে বাংলাদেশে চালু হয়?    ক. ২২ মে খ.২২ জুন গ.২৩ মে ঘ.১৮ জুলাই উত্তরঃ খ ১০. ১৯৭২ সালে প্রেসিডেন্ট এর কত নং আদেশ বলে বাংলাদেশে স্থায়ী ভাবে দন্ডবিধি আইন প্রচলিত হয়?   ক.  ৪৫ খ.৪৬ গ.৪৮ ঘ. ৫০ উত্তরঃ গ ১১. দন্ডবিধিতে কতটি ধারা আছে?  ক.  ৫৬০ খ.৫১১ গ.৪৮১ ঘ. ৫০১ উত্তরঃ খ ১২. দন্ডবিধিতে কতটি অধ্যায় আছে? ...

এমসিকিউ(MCQ) মডেল টেস্ট ★ফৌজদারী কার্যবিধি★

ফৌজদারী কার্যবিধি ১. ফৌজদারী কার্যবিধি আইন কত সালের? ক. ১৯৯৮ খ.১৮৯৮ গ.১৮৬০ ঘ.১৮৬১ উত্তরঃ খ ২.কত সালে কত তারিখে ফৌজদারী কার্যবিধি আইন  কার্যকর হয়? ক. ১লা মার্চ     ১৯৯৮ খ. ১লা জুলাই ১৮৬০ গ. ১লা জুলাই ১৮৯৮ ঘ. ১লা জুলাই ১৮৬১ উত্তরঃ গ    ৩. কত সালে কত তারিখে ফৌজদারী কার্যবিধি আইন  প্রকাশিত হয়? ক. ১লা জুলাই ১৮৬০ খ.১লা জুলাই ১৮৯৮ গ.২২ শে মার্চ ১৮৯৮ ঘ.২৩ শে মার্চ ১৮৬১ উত্তরঃ গ ৪. ফৌজদারী কার্যবিধি কত সালের কত নং আইন? ক. ১৮৯৮ সালের ৩ নং   খ.১৮৯৮ সালের ৫ নং   গ. ১৮৯৭সালের ৪ নং   ঘ. ১৮৯৮ সালের ২ নং   উত্তরঃ খ ৫. কতটি ধারা আছে ফৌজদারী কার্যবিধি আইনেে? ক.৪৫৬ খ.৫৬৫ গ.৫১১ ঘ.৫১৮ উত্তরঃ খ ৬. ফৌজদারী কার্যবিধি কোন ধরনের আইন? ক. তত্ত্বগত খ. পদ্ধতিগত গ.  উপরের ক ও খ ঘ.  কোনটিই নয় উত্তরঃ খ ৭.  ফৌজদারী কার্যবিধিতে তফসিল কতটি? ক.০২ খ.০৩ গ.০৪ ঘ.০৫ উত্তরঃ ঘ ৮. ফৌজদারী কার্যবিধিতে তফসিল কার্যকর আছে?  ক.০২ খ.০৩ গ.০৪ ঘ.০৫ উত্তরঃ গ ৯. ফৌজদারী কার্যবিধিতে কতটি অধ্যায় আছে? ক. ৪৫ খ.৫৬ গ. ৪৬ ঘ.৬৫ উত্তরঃ গ    ১০. ফৌ...

কনষ্টবল/নায়েক হতে এএসআই পদোন্নতি পরীক্ষার সাজেশন মূলক প্রস্তুতি -২০১৯

Image
১.// সমাবেশ কখন অবৈধ হয়?   অবৈধ সমাবেশ  ছত্রভঙ্গ করতে নিয়মাবলী  কি? উত্তরঃঃ   পুলিশ আইনের ৩০ (১,২,৩) ধারার অধীনে প্রদত্ত লাইসেন্সের শর্ত মোতাবেক কোন বৈধ সমাবেশ বা শোভাযাত্রার লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করে অপরাধ জনক বল প্রয়োগ করলে কিংবা সাধারণ জনগন ও  সরকারি কর্মচারীদের ন্যায় সঙ্গত বা আইনসঙ্গত কাজে বাধা প্রদান করলে উক্ত সমাবেশই অবৈধ সমাবেশে পরিণত হবে।  পেনাল কোড ১৪১,১৪৩ ধারা, পুলিশ আইন ৩০ ক- ১,২,৩ উপধারা।    অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার নিয়মাবলিঃঃ * পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্সদের নিরাপদ দূরত্ব বজায় রেখে একত্রে করে ব্রিফিং প্রদান করবেন। পিআরবি ১৫২ বিধি *ফোর্সদের নিজের নিরাপত্তা বজায় রেখে অস্ত্রগুলি সাবধানতার সাথে লোড করার নির্দেশ দেবেন। *পুলিশ অফিসার অবৈধ সমাবেশটিকে হুশিয়ারি প্রদান করবেন এবং ছত্রভঙ্গ হওয়ার আদেশ দেবেন। পেনাল কোড - ১৫৪ ধারা, ফৌঃ কাঃ ১২৭ ধারা, পুঃ আঃ ৩০ (১) ধারা, পিআরবি ১৪২,২৫২ বিধি। * অবৈধ সমাবেশটি ছত্রভঙ্গের আদেশ দেয়ার পরও যদি ছত্রভঙ্গ না হয় তাহলে প্রয়োজনীয় বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করবে...